• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

নাটোরে নারীশূন্য ভোট কেন্দ্র!

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ০৪:৩৫ পিএম

নাটোরে নারীশূন্য ভোট কেন্দ্র!

নাটোর প্রতিনিধি

চতুর্থ ধাপে নাটোরে সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১১৯ ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ভোটগ্রহণ শুরুর পর কেন্দ্রে পুরুষ ভোটাররা উপস্থিত থাকলেও নারী ভোটারের দেখা মেলেনি। জেলার সিংড়া উপজেলার কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে এমন দৃশ্যই চোখে পড়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সিংড়ায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪০২, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মোট ২ লাখ ৭৩ হাজার ৭২৪ জন ভোটার রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।’

উপজেলা নির্বাচন কর্মকতা সাইফুল আলম বলেন, ‘১২টি নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পর্যাপ্ত আনসার, পুলিশ, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে আছেন।’

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘সিংড়া উপজেলার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং সহিংসতা মুক্ত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।’

জেডআই/এম. জামান

আর্কাইভ