প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২১, ১২:২৪ এএম
                 
                            
              কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় নিহত হয়েছেন এক স্কুলশিক্ষক। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে চকরিয়ার হারবাংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম নুরুল আলম। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন তিনি। তার বাড়ি চকরিয়ায়।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে যাওয়া একটি বাস সকালে মহাসড়কের চকরিয়ার হারবাং অংশে পৌঁছলে উল্টো দিক থেকে আসা মাইক্রোবাসকে চাপা দেয়। ঘটনাস্থলেই মাইক্রোতে থাকা নুরুল আলম মারা যান।
নূর/এম. জামান