• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

অন্যের জানাজায় এসে নিজে লাশ হয়ে বাড়ি ফিরলেন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২২, ০৫:৩৬ এএম

অন্যের জানাজায় এসে নিজে লাশ হয়ে বাড়ি ফিরলেন

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নলডাঙ্গা ব্রহ্মপুর সড়কের আড়িয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল উপজেলার ব্রহ্মপুর মাঝিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং প্রাণ কোম্পানির নাটোর অফিস (১)-এর ডিস্ট্রিবিউশন ম্যানেজার।

স্থানীয়রা জানান, বন্ধুর বাবার জানাজায় অংশ নিতে নাটোর থেকে মোটরসাইকেল যোগে ব্রহ্মপুর উদ্দেশে রওনা হয়। এ সময় আরিয়াপাড়ার মোড়ে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা রাস্তায় নির্মাণাধীন বালুবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কামাল হোসেনের মৃত্যু হয়। এ সময় একজন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। 


নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে।


সাজেদ/ডাকুয়া

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ