• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

চাটখিলের গৃহবধূ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৮:৩০ পিএম

চাটখিলের গৃহবধূ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার পাল্লা বাজারে এক গৃহবধূকে মারধর ও পরে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা ফুয়াদ আল মতিনকে গ্রেফতার করা হয়েছে।

 

২১ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে অভিযান চালিয়ে কুমিল্লার কান্দিরপাড়ের আল রফিক আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় নোয়াখালী জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআইর কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, ভিন্ন নাম এবং পরিচয় দিয়ে আবাসিক হোটেলে অবস্থান নেয় ফুয়াদ। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনা স্বীকার করে। ফুয়াদ দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেও স্বীকার করেছে পিবিআইর কাছে।

 

জানা গেছে, এক বছর আগে পরিচয়ের জেরে পারিবারিক সমস্যা থাকায় ফুয়াদের কাছে চাকরির কথা বলেন ওই গৃহবধূ। ফুয়াদ নিজেকে বড় মাপের একজন নেতা দাবি করে গৃহবধূর কাছ থেকে একটি জীবনবৃত্তান্ত জমা নেয়। এর সূত্র ধরে ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় তার পাল্লা বাজার কার্যালয়ে আসতে বলে ফুয়াদ। ফুয়াদের কার্যালয়ে আসার পর প্রথমে ওই গৃহবধূকে নাশতা ও পরে কোমলপানীয় দেয়া হয়। এসব খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে প্রথমে মারধর করা হয় ওই নারীকে। এরপর ধর্ষণ করে ফুয়াদ। এ সময় তার এক সহকারী সবকিছু মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ ঘটনা জানালে এই ভিডিও ছড়িয়ে দেয়া ও হত্যার হুমকি দেয় ফুয়াদ। পরে ওই নারীকে একটি অটোরিকশায় করে চাটখিল ও পাল্লা বাজারের মাঝামাঝি এলাকায় নামিয়ে দেয়া হয়। সেখান থেকে এক অটোরিকশাচালক ওই গৃহবধূকে জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।

কেজেডে/এফএ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ