• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

শরণখোলায় দুটি হরিণের চামড়া জব্দ

প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৬:৩৮ পিএম

শরণখোলায় দুটি হরিণের চামড়া জব্দ

শরণখোলা প্রতিনিধি

শরণখোলায় ১১ মার্চ শুক্রবার বিকেলে বনরক্ষীরা সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে দুটি হরিণের চামড়া জব্দ করেছে। তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা ফরেস্ট স্টেশন অফিসার আসাদুজ্জামান জানান, শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা উপজেলার সোনাতলা গ্রামের সুমন মুন্সির বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে সুমনের বসতঘরের পাটাতনের ওপর থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে সুমন পালিয়ে যায়। হরিণের চামড়া দুটি শরণখোলা স্টেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে একটি বিভাগীয় বন মামলা রেকর্ড করা হবে।

কেজেড/ডা



দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ