গাজীপুর প্রতিনিধি
                                  
              গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় দুটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুন) এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মিলগেট এলাকায় ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। 
খবর পেয়ে টঙ্গী, উত্তরাসহ আশেপাশের ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ঝুট মালামালসহ ঢেউটিন পুড়ে গেছে। 
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ডব্লিউএস
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন