 
              প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২২, ০৯:১৯ পিএম
 
                 
                            
              বরগুনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শোকের মাতম বইছে পুরো জেলা জুড়ে।
নিহতরা হলেন শাজাহান পহলানের ছেলে বেলায়েত পহলান (২৫), হারুন হাজীর ছেলে মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল (৩৫) এবং জলিল মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৪)। গুরুতর আহত অপর একজন হলেন নিজাম খানের ছেলে আরিফ (২০)। সম্পর্কে তারা সবাই মামাতো ও ফুফাতো ভাই ছিলেন।
স্থানীয়রা জানান, হারুন হাজীর ছেলে হেলাল দীর্ঘ ১৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত সপ্তাহে বাড়ি আসেন তিনি। এরপর নতুন পাকা ঘর নির্মানের কাজ শুরু করেন। আজ দুপুরের দিকে মামাতো ভাই বেলায়েত, ফুফাতো ভাই রবিউল ও আরিফকে নিয়ে পুরনো ঘরটি অপসারণ করতে যান। এ সময় পাশে থাকা বিদ্যুতের সংযোগ ছিড়ে ঘরের টিনে লেগে যায়। তাৎক্ষণিক তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয় তাদেরকে বাচাতে ছুটে যায় আরিফ এবং তিনিও আহত হন। ঘটনাস্থলেই বেলায়েত, হেলাল ও রবিউল মারা যায়। আরিফকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এ ঘটনায় পুরো বরগুনা জুড়ে শোকের মাতম বইছে। 
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      