• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

১৬০০ বস্তা সার মজুতের দায়ে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ০৩:৪৬ এএম

১৬০০ বস্তা সার মজুতের দায়ে লাখ টাকা জরিমানা

দেশজুড়ে ডেস্ক

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে ১৬০০ বস্তা সার মজুতের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজারের সোবাহান ট্রেডার্সে অভিযান চালিয়ে মজুত করা সার জব্দ করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিব সার ব্যবসায়ী আব্দুস সোবাহানকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলা সদরের চাঁচকৈড় বাজারে সোবাহান ট্রেডার্স এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত পদ্ধতির বাইরে অবৈধভাবে ১৬০০ বস্তা সার মজুত করার দায়ে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ (১) ও ৮(২) ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, ‘অবৈধ সার মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে সার মজুত করে দেশে সংকট সৃষ্টি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

জেইউ

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ