• ঢাকা মঙ্গলবার
    ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

দুই শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২২, ০৭:২৭ এএম

দুই শিশু ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষণকারী খলিলুর রহমান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ অক্টোবর) থানায় ভুক্তভোগীদের মা বাদী হয়ে পৃথক মামলা করলে ওই রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ধর্ষণের শিকার দুই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, বিদ্যালয় ছুটিতে  শিশুরা বাড়িতেই ছিল। এ সুযোগে খলিলুর গত ১ অক্টোবর তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে স্থানীয় কবরস্থানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। এরপর ৭ অক্টোবর একই বাড়ির প্রথম শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী অপর শিশুকে বাড়ির পাশের বাগানের ঝোপে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন।

শিশুদের কাছ থেকে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পারে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে বিষয়টি তলব করে। চেয়ারম্যানের পরামর্শে হাজীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ আসামিকে গ্রেফতার করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন,‍‍`থানায় দুই নির্যাতিত শিশুর মা মামলা করেছেন। মামলার পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আর শিশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।‍‍`

 

এসএএস

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ