• ঢাকা মঙ্গলবার
    ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুই বিঘা জমির শশা ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২, ০৬:৩৮ এএম

দুই বিঘা জমির শশা ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এক কৃষকের দুই বিঘা জমির শশা ক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোরে সদর উপজেলার চৌহদ্দি গ্রামের কৃষক শ্যামল সরকারের জমিতে এ ঘটনা ঘটে।

এতে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী কৃষকের। শ্যামল সরকার ওই গ্রামের আদিত্য কুমার সরকারের ছেলে।

ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী জানান, এলাকার ১৫ জন যুবক নিয়ে প্রায় ৩ বছর ধরে গড়ে তোলেন একটি শশা ক্ষেত। মাস তিন আগে নতুন করে দুই বিঘা জমিতে শশা চাষ শুরু করেন শ্যামল। এরইমধ্যে গাছগুলোতে ফল ধরতে শুরু করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতে পরিচর্ষা শেষে বাড়ি চলে যান শ্যামল ও তার কর্মীরা। মঙ্গলবার সকালে ক্ষেতে এসে সব শশা গাছের মাথা কর্তণ দেখতে পান। এতে হতাশাগ্রস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের বিচার দাবী করে ক্ষতিগ্রস্থ কৃষক। খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহম্মেদ।

 

এসএএস

আর্কাইভ