• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে ছাত্রলীগ, ছাত্রদল ও যুব অধিকার পরিষদের ত্রিমুখী সংঘর্ষ

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ১২:১৩ এএম

লালমনিরহাটে ছাত্রলীগ, ছাত্রদল ও যুব অধিকার পরিষদের ত্রিমুখী সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ছাত্রলীগ, ছাত্রদল ও যুব অধিকার পরিষদের মাধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও মারধরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে জেলার মিশন মোড় ও জেলা অডিটরিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা তাদের কর্মসুচী পালনের জন্য জেলা অডিটরিয়াম হল এলাকায় মিলিত হওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা যুব অধিকার পরিষদের কয়েকজন কর্মীকে মারধর করেন। এক পর্যায়ে যুব অধিকার পরিষদের এক কর্মীকে নিজে নিজের কান ধরতেও বাধ্য করেন ছাত্রলীগ। পরে ছাত্রলীগের এক মিছিল মিশন মোড় এলাকায় আসেন। মিশন মোড় এলাকায় ছাত্রদল নেতা শাওনসহ ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে ছাত্রলীগের নেতা- কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে ছাত্রদল ও যুব অধিকার পরিষদের নেতারা ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ এ ঘটনায় ছাত্রদল ও যুব অধিকার পরিষদকে দায়ী করেছেন।

লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এসএএস

আর্কাইভ