 
              প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৫:১২ পিএম
 
                 
                            
              কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নওগাঁও ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন পরিবহনের একটি বাসটি ও কিশোরগঞ্জ থেকে ভৈরবের উদ্দেশে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুইযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ গুরুতর আহত অটোরিকশার তিন যাত্রীকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      