• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২, ০৭:০৭ পিএম

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় আরমান হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রবিবার(২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত যুবক আরমান ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ফকিরের তকেয়া বাজারে কাজে এসেছিলেন যুবক আরমান। বাজারে মহাসড়ক পারাপারের সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামি একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরমানের মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এসএই

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ