 
              প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০৪:৩১ পিএম
-20221226043159.jpg) 
                 
                            
              সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহের কেওয়াটখালি এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম ও নেত্রকোনার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনাটি নিশ্চিত করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মেহেদি হাসান।
তিনি আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম-মোহনগঞ্জ-জারিয়ার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করার জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে।
মেহেদি হাসান আরও জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী হাওড় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এ ছাড়া অন্যান্য লোকাল ট্রেনও বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জানান তিনি।
সজিব/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      