 
              প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০১:৫২ এএম
-20230116135257.jpg) 
                 
                            
              বগুড়ার শাজাহানপুরে ৪৯টি চোরাই মোবাইল ফোনসহ সোহাগ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়পাথার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক বগুড়া শহরের চেলোপাড়া এলাকার বাসিন্দা। শাজাহানপুর থানায় আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
পুলিশ জানায়, বগুড়া বাজারে চোরাই মোবাইল ফোন বিক্রি করতে যান সোহাগ। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পরে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সোহাগ জানান গাজিপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় প্রথম ধাপে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে মগ্ন ছিলেন। এই সুযোগে কিছু মুসল্লির কাছে থাকা থাকা ৪৯টি মোবাইল ফোন চুরি করেন তিনি। পরে বড়পাথার গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে চলে যান তিনি।
ওসি আব্দুল কাদের জিলানী বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হবে। মোবাইল চুরির ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাঁকেও আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      