প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১২:২৯ এএম
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় প্রতিকারের আশায় আদালতে মামলা করেন ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে।
আদালত ঘুরে দেখা যায়, দুদফা প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব হবার যন্ত্রণায় রাজশাহী জেলা জজ আদালতের বারান্দায় আবু তালেব মুন্নার আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছে। চাকরি পাওয়ার প্রতিশ্রুতি ও বিদেশ গিয়ে প্রতারিত হয়ে সহায় সম্বল ও ভিটেমাটি সব হারিয়ে বুধবার দুপুরে প্রতিকারের আশায় তিনি আসেন আদালতে মামলা করতে।
রাজশাহী চারঘাটের কলেজছাত্র আবু তালেব মুন্নার ভাষ্যমতে, গত দুই বছর আগে কারারক্ষী পদে চাকরির জন্য সারদা একাডেমিতে কর্মরত পুলিশ সদস্য আব্দুল করিম তার কাছ থেকে ১৪ লাখ টাকা নেন।
নানাভাবে চেষ্টার পরও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত আব্দুল করিমের।
সাজেদ/