• ঢাকা শুক্রবার
    ৩০ জানুয়ারি, ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে আরও ৪ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ১১:৫৬ এএম

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বে আরও ৪ মুসল্লির মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) বিভিন্ন সময়ে তারা ইজতেমা ময়দানে মৃত্যুবরণ করেন।

তারা হলেন, ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুক্কুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)। এ নিয়ে দ্বিতীয় দফার ইজতেমা আসা পাঁচ মুসল্লির মৃত্যু হলো।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আবু সায়েম সাংবাদিকদের জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন আব্দুল হান্নান। সেখানে অচেতন হয়ে তিনি মারা যান। একই রাত ১১টার দিকে ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. বোরহান। সন্ধ্যায় আব্দুল হামিদ মন্ডল ও মফিজুল ইসলাম মারা যান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যৃজনিত রোগে ভুগে মারা গেছেন।

আর্কাইভ