 
              প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০১:১৪ এএম
 
                 
                            
              ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নরমাল ডেলিভারিতে তিন কন্যাসন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এরশাদ ফরাজি এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন সন্তানের জন্ম দেন তিনি।
নবজাতকদের মা হলেন, উপজেলার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ আমিনুল হকের স্ত্রী সীমা আক্তার।
মেডিকেল অফিসার এরশাদ ফরাজি বলেন, সীমার প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের লোকজন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী পারভিন ও মিডওয়াইফ মৌসুমী আক্তারের তত্ত্বাবধানে বিকেল সোমবার সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মাঝে তিন কন্যাসন্তানের জন্ম দেন সীমা আক্তার। দুই শিশুর ওজন ঠিক থাকলেও একজনের ওজন কম। তবে তিন নবজাতক ও মা সুস্থ আছেন।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      