 
              প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৩:১৩ এএম
-20230127151331.jpg) 
                 
                            
              রংপুর মহানগরীতে বিআরটিসির বাসচাপায় লিপি রানী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্বামী। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর মেডিকেল মোড় এলাকায় এ দুঘটনা ঘটে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ধাপ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বিআরটিসির বাস রংপুর মেডিকেল মোড়ের দিকে আসছিল। মহানগরীর কেল্লাবন্দ যুগীটারীর বাসা থেকে মোটরসাইকেলে করে মন্টু সরকার, তার স্ত্রী লিপি সরকার ও ১২ বছরের ছেলেসহ তারা মেডিকেল মোড় এলাকায় পৌঁছলে বিআরটিসির বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে লিপি সরকার মারা যান।
এ ঘটনায় আহত মন্টু সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রংপুর মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। চোখের সামনে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে মূর্ছা যাচ্ছে নিহতের অক্ষত সন্তান।
মাহমুদুল হাসান বলেন, দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়েছেন, এ কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে বিআরটিসির বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটক করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      