 
              প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৩:১৭ এএম
-20230127151734.jpg) 
                 
                            
              শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে, তার অধিকাংশই ১০ বছর আগের। পাঠ্যবইয়ে যদি কোনও ভুল থাকে, সেটি অনিচ্ছাকৃত। যদি কেউ ইচ্ছাকৃত ভুল করে থাকে, সেটি তদন্তের জন্য কমিটি গঠন করেছি আমরা।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাকের অভিজ্ঞতামূলক শিক্ষাতরীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
পাঠ্যবইয়ের কোথাও বানর থেকে মানুষ হয়েছে এমন তথ্য নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অথচ এটি নিয়ে অপপ্রচার করছে একটা গোষ্ঠী। যে ছবিটা রয়েছে, সেটি বিভিন্ন সময়ের মানুষের ছবি। আদিযুগে মানুষ দেখতে কেমন ছিল, আর এখন কেমন। অনেকে না দেখে মন্তব্য করছেন, সত্যিই মনে হয়, বইতে এই কথাটি রয়েছে। আপনারা বই খুলে দেখেন, কোথাও এই কথা নেই। কেউ গুজবে কান দেবেন না।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ব্র্যাক শিক্ষাতরীর পরিচালক সাফি রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      