• ঢাকা শনিবার
    ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৬:২৮ পিএম

টাঙ্গাইলে ভোটগ্রহণ চলছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের দুই ইউনিয়ন ও এক পৌরসভায় ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় নাগরপুর উপজেলার ভাররা ইউনিয়ন, ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়ন এবং কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কেন্দ্রে ভোট দিতে আসেন ভোটাররা। তবে এ সময় ভোটার সংখ্যা কিছুটা কম ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পরিমাণে র‌্যাব পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে আছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারা লাইনে দাঁড়িয়ে সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রিটার্নিং কর্মকর্তা। ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫, নাগরপুরে ভাররা ইউনিয়নে ৭ এবং এলেঙ্গা পৌরসভার মেয়র পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

 

এএল/

আর্কাইভ