 
              প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ০৭:৫৮ পিএম
 
                 
                            
              রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় ঝিলে এক নারীর মরদেহ ভাসছে। স্থানীয়রা মরদেহ দেখার পর পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানায়।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, সকালে কাজলা স্কুল গলির ঝিলের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঝিলের মাঝখানে এক নারীর মরদেহ ভাসছে।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      