 
              প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৭:৪০ পিএম
-20230511074033.jpg) 
                 
                            
              রাজধানীর কারওয়ান বাজারে একটি ঝুঁকিপূর্ণ ভবনে উচ্ছেদ অভিযান চালাচ্ছে উত্তর সিটি করপোরেশন। ভবনের নিচতলা ও দ্বিতীয়তলা মিলে মোট ১১৩টি দোকান রয়েছে, যার সবকটিই ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের পর সিটি করপোরেশনের টনক নড়লেও ব্যবসায়ীরা বলছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ নয়।
সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এ ভবনটি ছেড়ে দেয়ার জন্য ব্যবসায়ীদের বেশ কয়েকবার নোটিশ দেয়া হয়েছিলে। কিন্তু ব্যবসায়ীরা সে নোটিশ অমান্য করে অবৈধভাবে সেখানে দোকান রেখেছেন।
অভিযান চলাকালে ব্যবসায়ীরা সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। তারা কোনোভাবেই প্রতিষ্ঠানটি সিলগালা হতে দিতে চান না। এ সময় তারা সিটি করপোরেশনের বিরুদ্ধে স্লোগানও দেন।
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      