 
              প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৯:৪৮ পিএম
-20230511094847.jpg) 
                 
                            
              নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুলছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী স্কুলছাত্রী বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার এ ঘটনায় বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। এর আগে বুধবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বুধবার সকালের দিকে নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) ভিকটিমের পরিবারের মুঠোফোনে কল করে। ওই সময় ভিকটিম ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। দুপুর ১২টার দিকে বাড়ির সামনের দোকানে কেনাকাটা করতে যায় ভিকটিম। সেখান থেকে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কবরস্থানে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। 
                      
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      