• ঢাকা শুক্রবার
    ০১ আগস্ট, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ভরা নদী হেঁটে পার হচ্ছে মানুষ, চলছে ফুটবল খেলাও!

প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৮:২৭ পিএম

ভরা নদী হেঁটে পার হচ্ছে মানুষ, চলছে ফুটবল খেলাও!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রংপুরের তারাগঞ্জে যমুনেশ্বরী নদীর ওপর বরাতি সেতুর দুই দিকে শত শত মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবার চোখ নদীর জলের দিকে। কারণ উজানের ঢলে সঙ্গে ভেসে আসা জলের ওপর জমাট বাঁধা কচুরিপানা ওপর দিয়ে হেঁটে লোকজন নদী পারাপার হচ্ছে। কচুরিপানার ওপর শিশু-কিশোররা ফুটবল খেলায় মেতে উঠেছে। এ বিরল ঘটনা দেখতে আশপাশের এলাকার মানুষ নদীর দুই পাড়ে ভিড় জমিয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১টার দিকে বরাতি সেতু এলাকায় গিয়ে দেখা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত পরিত্যক্ত বরাতি সেতুতে শত শত মানুষের ভিড়। ভিড় ঠেলে নদীতে তাকাতেই দেখা যায় লোকজন কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে। শিশু-কিশোররা খেলছে ফুটবল। অনেকে মাঝ নদীতে কচুরিপানার ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করেছেন কেউ কেউ।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ দিন আগে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা বরাতি সেতুর উত্তরপাশের ২০০ মিটার অংশে নদীর দুই তীরে জমাট বাঁধে। পানির স্রোত নিচ দিয়ে বহমান থাকলেও কচুরিপানাগুলো আর নদীর ওই অংশ থেকে কচুরিপানার স্তূপ না সরায় বুধবার (২১ জুন) স্থানীয় কিছু শিশু-কিশোর ফুটবল খেলে এবং কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা দেখতে ছুটে আসে। হাজারো মানুষের ভিড় দেখে অনেক পথচারীও সেখানে দাঁড়িয়ে জমাট বাঁধা কচুরিপানার ছবি তুলছেন, ভিডিও করছেন।

ডাঙ্গীরহাট এলাকা থেকে কচুরিপানার ওপর দিয়ে নদী পার হওয়া দেখতে আসা ইকবাল আহমেদ বলেন, ‘আমরা ফেসবুকে দেখে এসেছি। এটা বিরল ঘটনা। এর আগে আমরা ভাসমান কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হতে দেখিনি।’

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল মিয়া মোবাইলে সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘বিষয়টি জানার পর সেখানে গিয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লোকজন লাগিয়ে দেয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগে আমরা ব‍্যবস্থা নিয়েছি। নদীর ওই এলাকায় কচুরিপানা অপসারণের অর্ধেক কাজ শেষ করেছি। বাকিটা পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেয়া হয়েছে। ওনারা ব‍্যবস্থা নেবেন।’


এডিএস/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ