• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ১০:১৯ পিএম

চুয়াডাঙ্গা জেলা পুলিশের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পুলিশ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জন সচেতনামুলক র‌্যালী করেছে। বুধবার বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে ভ্যান চালক, ইজিবাইক, সিএনজি, অটো রিক্সা চালক ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়।

“বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে” এই স্লোগানকে সামনে রেখে জীবননগর থানার ওসি নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র  সহকারি পুলিশ সুপার জাকিয়া সুলতানা। এছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেবয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার ওসি (অপারেশন) মতিউর রহমান, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, আবুল কাশেম, আন্দুলবাড়ীয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মীর্জা হাকিবুর রহমান লিটন ও জীবননগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। র‌্যালি শেষে জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে ভ্যান চালক, ইজিবাইক, সিএনজি, অটো রিক্সা চালক ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

আর্কাইভ