 
              প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৬:২০ পিএম
 
                 ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে পিকআপভ্যানের ধাক্কায় ইলিয়াস শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পিকআপ ভ্যানচালক ও শ্রমিক।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীর রাতইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস খুলনা লবণচোরার সাচিবুনিয়া গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি পিকআপভ্যানের হেলপার ছিলেন।
হাইওয়ে থানার ভাটিয়াপাড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, মহাসড়কের রাতইল ইটভাটা এলাকায় আগে থেকেই একটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর সাড়ে ৫টার দিকে খুলনাগামী পিকআপভ্যানটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের হেলপারের মৃত্যু হয় এবং আহত হন চালক হেমায়েত ও শ্রমিক রবিউল।
আহতদের উদ্ধার করে প্রথমে কাশিয়নী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      