• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩, ০১:১৪ এএম

চুরির অপবাদে স্কুলছাত্রকে নির্যাতনের ভিডিও ভাইরাল

সিটি নিউজ ডেস্ক

যশোরের ঝিকরগাছায় চুরির অপবাদ দিয়ে এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্যাতিত ওই ছেলেটি ঝিকরগাছার নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, গলায় গামছা দিয়ে তাকে টেনেহিঁচড়ে চার-পাঁচজন যুবক একটি কুলখেতে নিয়ে যান। সেখানে বাঁশের লাঠি দিয়ে তাকে উপর্যুপরি মারতে থাকেন। ছেলেটি আকুতি করলেও তারা থামেননি।

নির্যাতিত ছেলেটির পিতা জানান, বুধবার দুপুরে তার ছেলে দোকান থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাজিরবাগ গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে আলম ও আবুল কালাম আজাদ ওরফে আনন্দের ছেলে সেতু তার ছেলের গতিরোধ করেন। এ সময় চুরির অপবাদ দিয়ে তাকে গামছা দিয়ে বেঁধে পাশের কুলখেতে নিয়ে বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। অভিযুক্তরা ক্ষমতাধর হওয়ায় তিনি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। তার ছেলে বাড়িতে চিকিৎসাধীন আছে বলে জানান।

ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত সাংবাদিকদের জানান, বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ