 
              প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৭:৫২ পিএম
-20231115075217.jpg) 
                 ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলায় মধ্যরাতে পাটভর্তি একটি ট্রাকে আগুন দিয়েছেন অবরোধ সমর্থকরা।
মঙ্গলবার (১৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোহনপুর উপজেলার খাড়ইল এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে যমুনা জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ট্রাকে রাত ১টার দিকে পাট আসে যমুনা জুটমিলে। ট্রাকটি মিলের সামনে অপেক্ষায় ছিল। একপর্যায়ে মিলের গেটের সামনে ট্রাকের মধ্যেই চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন।
এরপর রাত আড়াইটার দিকে মহাসড়কে টহল দেয়া পুলিশ সদস্যরা দেখতে পান ট্রাকে আগুন জ্বলছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকবোঝাই পাট মোহনপুর থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় মিলের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন ও ইনচার্জ আজিজ মিয়াকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। তবে চালক-হেলপার নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, তারা রাতেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ট্রাকে কোনো ধরনের ভাঙচুর চালানো হয়নি। এ ঘটনায় মিলের দুজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      