• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

প্রার্থিতা ফিরে পেলেন মানিকগঞ্জের তিন প্রার্থী

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৭:৪০ পিএম

প্রার্থিতা ফিরে পেলেন মানিকগঞ্জের তিন প্রার্থী

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

আপিল করে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন মানিকগঞ্জের তিন প্রার্থী। মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

প্রার্থিতা ফিরে পাওয়া তিন প্রার্থী হলেন: মানিকগঞ্জ-২ (হরিরামপুর, সিঙ্গাইর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের নেতা সাহাবুদ্দিন আহমেদ, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসন এবং মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর ও সদরের একাংশ) আসনে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম ও মানিকগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হাসান সাঈদ।

নির্বাচন কমিশন সূত্রে জানা  গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। গত ৩০ নভেম্বর যাচাই-বাছাই শেষে ভোটারের স্বাক্ষরে গরমিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার।

মানিকগঞ্জ-১ এবং মানিকগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জহিরুল আলম এবং মানিকগঞ্জ-১ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সাঈদ মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে ব্যাংকে ঋণখেলাপির দায়ে জহিরুল আলমের মনোনয়ন এবং তিতাস গ্যাসের বিল বকেয়ার দায়ে হাসান সাঈদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতার। পরে তারা প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।

মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ জানান, নির্বাচন কমিশনের শুনানিতে আমার যৌক্তিক দাবি মেনে নিয়ে আপিল মঞ্জুর করেছে। আশা করি সামনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা নেই।

জাপা প্রার্থী হাসান সাঈদ জানান, আমরা ইনশাআল্লাহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি উৎসব মূর্খ মুখর পরিবেশে  জয়লাভ করব।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ