প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৪, ০৬:১২ এএম
গাজীপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি বলেছেন, আমাকে বিজয়ী করলে সব প্রকার শিল্পকারখানা, বাসস্ট্যান্ড, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজদের দূর করে দেব। সব ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে চাঁদাবাজমুক্ত করব।
নৌকার প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি বুধবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তায় বিভিন্ন মার্কেট মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করলে সে যদি আমার স্বামীও হয় তাকে আমি ছাড় দেব না।
ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের স্বত্বাধিকারী শাহ আলমে সভায় সভাপতিত্ব করেন। শামীম ওসমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শ্রীপুর পৌর সভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জলিল প্রমুখ।