• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

ভয়ভীতি দেখিয়ে রেজাল্ট সিটে স্বাক্ষর: ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৯:৫০ এএম

ভয়ভীতি দেখিয়ে রেজাল্ট সিটে স্বাক্ষর: ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাগেরহাট -৪ আসনে ভোট বর্জন করলেন আওয়ামী লীগ নেতা সতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন।

রোববার নির্বাচনের দিন দুপুর ১টার পরপরই তার বসত বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন,  নির্বাচন শুরুর পরপরই দুই উপজেলার অধিকাংশ কেন্দ্র থেকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে তার ঈগল প্রতীকের এজেন্টদেরকে জোর করে কেন্দ্র  থেকে বের করে দেওয়া হয়। তার কর্মী-সমর্থকদের মারধর করা হয়। গত রাত থেকে তার একজন কর্মী নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নি। কোনো কোনো কেন্দ্রে রাতেই তার এজেন্টের কাছ জোর করে ভয়ভীতি দেখিয়ে রেজাল্ট সিটে স্বাক্ষর নিয়ে নেয়।

তিনি বলেন, বেশ কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের বের করে নৌকার এজেন্টরা ব্যালট পেপারে নৌকায় সিল মারছে। এসব বিষয় দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ