• ঢাকা মঙ্গলবার
    ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

৪ টাকায় উৎপন্ন হবে ৬০০ লিটার অক্সিজেন

প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ০৫:২১ পিএম

৪ টাকায় উৎপন্ন হবে ৬০০ লিটার অক্সিজেন

দেশজুড়ে ডেস্ক

দেশে খুবই সামান্য মূল্যের বিনিময়ে সর্বোচ্চ অক্সিজেন পাওয়ার যন্ত্র আবিষ্কার করেছেন বগুড়ার দুইজন প্রকৌশলী। মাত্র টাকা বিদ্যুৎ খরচে ঘণ্টায় জমা হচ্ছে ৬০০ লিটার অক্সিজেন। এই যন্ত্র থেকে একসঙ্গে পাঁচজন রোগীকে প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দেয়া সম্ভব। অক্সিজেন কনসেনট্রেটর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তারা।

উদ্ভাবকদের দাবি, যন্ত্রটিতে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন উৎপাদন হচ্ছে। যেজন্য ব্যবহার করা হচ্ছে চারপাশের খোলা হাওয়াকে। একই সঙ্গে এখান থেকে চলবে অসুস্থ মানুষের অক্সিজেন সরবরাহ। বাতাসে অক্সিজেনের সঙ্গে মিশে থাকা অন্য সব গ্যাসকে সরিয়ে শুধু অক্সিজেন জমা করতে সক্ষম এই যন্ত্র।

জানা গেছে, এই অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন করোনা রোগীদের শ্বাসজনিত সমস্যা দূর করবে। একই সঙ্গে হাসপাতাল ক্লিনিকে একাধিক রোগীর জন্য ব্যবহার করে জীবন বাঁচাতে সহায়তা করবে।

উদ্ভাবকদের একজন প্রকৌশলী মাহমুদুন্নবী। তিনি জানান, এই মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ৬০০ লিটার অক্সিজেন উৎপাদন করা সম্ভব। মেশিনটিতে রয়েছে আধুনিক সেফটি ডিভাইস। যা যেকোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে সক্ষম। রোগীর নিরাপত্তার কথা চিন্তা করে উন্নত ডিভাইস ব্যবহার করে যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে ৬৫-৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। আর ব্যবহারে বিদ্যুৎ খরচ ছাড়া অন্য কোনো ব্যয় নেই।

প্রকৌশলী জানান, সম্পূর্ণভাবে দেশীয় উপাদান দিয়ে মেশিনটি তৈরি। খরচ কম, সহজলভ্য পোর্টেবল। প্রয়োজনে বাসাবাড়ি, অফিস, হাসপাতাল ক্লিনিকসহ যেকোনো স্থানে মেশিনটি ব্যবহার করা যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাতাস থেকে মেশিনটি ৯৫ থেকে ৯৮ ভাগ বিশুদ্ধ অক্সিজেন উৎপাদন করতে সক্ষম।

উদ্ভাবক আরও জানান, ২৮ থেকে ৩০ কেজি ওজন মেশিনটি। যা ট্রলি সিস্টেমের মাধ্যমে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। একসঙ্গে পাঁচজন করোনা আক্রান্ত রোগীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করতে পারে।

সম্রাট/এম. জামান

আর্কাইভ