• ঢাকা শনিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের দাবি করা ‘ভুল’ হচ্ছে বললেন মাহমুদুর রহমান

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ১১:২৪ পিএম

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের দাবি করা ‘ভুল’ হচ্ছে বললেন মাহমুদুর রহমান

চট্টগ্রাম ব্যুরো

বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের দাবি করা ‘ভুল’ হচ্ছে বলে মনে করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। নির্বাচনের দাবিতে খুব বেশি সক্রিয় না হয়ে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন মাহমুদুর রহমান।

দলগুলোর উদ্দেশে তিনি বলেন, আপনারা কেউ এখনই নির্বাচনের জন্য পাগল হয়ে যাবেন না। যারা নির্বাচনের কথা বলছেন, আর যারা নির্বাচন দেরি আছে বলছেন, তারাও মনে হচ্ছে রাজনৈতিকভাবে বেশি সক্রিয় হয়ে যাচ্ছেন। এত সক্রিয় হওয়ার দরকার নেই।’

সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন আমার দেশের চট্টগ্রাম ব্যুরোপ্রধান জাহিদুল করিম কচি, দৈনিক কালের কণ্ঠের ব্যুরোপ্রধান মুস্তফা নঈম, বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরোপ্রধান মজুমদার নাজিমুদ্দিন, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমুখ।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতে বাবরি মসজিদ ভাঙার স্মরণে চট্টগ্রামে জমায়েতের আহ্বান করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, দুনিয়াতে সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি আক্রমণ চলছে ভারতে। আপনারা এক লাখ লোক যদি ঢাকা-চট্টগ্রামে রাস্তায় নেমে দেখাতে পারেন, আমি নিশ্চিত ইসকন পালিয়ে যাবে। ইসকনের সঙ্গে মারামারির দরকার নেই। আপনারা ঐক্যবদ্ধ আছেন, এটা দেখান।

আমার দেশ সম্পাদক হিন্দুদের বাড়িতে আক্রমণ ‘অত্যন্ত কম হয়েছে’ মত দিয়ে বলেন, ‘ইসকনের যে জনসভা দেখছেন, এখানে ছাত্রলীগ-যুবলীগের বহু মুসলমান জড়িত। আপনি হয়তো দেখবেন, শতকরা ২০ শতাংশ হিন্দু। ৮০ শতাংশ ছাত্রলীগ-যুবলীগের মুসলমান সদস্যরা এর মধ্যে আছে।’

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ