• ঢাকা মঙ্গলবার
    ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৮:০০ এএম

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

চিলাহাটি-সৈয়দপুরগামী ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।  শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত রশিদুল সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কিসামত কাদিখোল সর্দারপাড়ার মাহবুব হোসেনের ছেলে।  

এলাকাবাসী জানায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরের কাদিখোল এলাকায় পৌঁছলে এসময় ওই ব্যক্তি রেললাইন পাড়াপাড়ের সময় ট্রেনে কাটা পড়েন।  এতে তাঁর শরীর দ্বিখন্ডিত হয়ে পড়ে।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন নবী সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রশিদুল স্থানীয় একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।  আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।  তিনি বলেন, তিনি যেহেতু বিবাহিত তাই আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছে পুলিশ।  

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ