 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৯:৪৩ পিএম
 
                 
                            
              বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া ২ কোটির মাদক ধ্বংস করলো নীলফামারী ও পঞ্চগড় বিজিবি। নীলফামারী ও পঞ্চগড় ব্যাটালিয়নের অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ২ কোটি ১লাখ ১১হাজার ৮৫ ০টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) প্রশিক্ষণ মাঠে উদ্ধার হওয়া এসব মাদক দ্রব্য ধ্বংস করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) ও পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)।
ধ্বংস হওয়া মাদকের মধ্যে রয়েছে ৪ হাজার ৯৯০ বোতল ফেনসিডিল, ৪ হাজার ১৯৮ বোতল মদ, ২৭০ ক্যান বিয়ার, ১ কেজি ১১২ গ্রাম হেরোইন, ১ কেজি ০৬১ গ্রাম কোকেন, ১৩০ কেজি ৪৩২ গ্রাম গাঁজা, ৭৪১ পিস নেশা জাতীয় ইনজেকশন, ১৪৮পিস নেশাজাতীয় ট্যাবলেট, ৩ হাজার ৮৭০পিস ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ১১২পিস নিষিদ্ধ ট্যাবলেট, ১পিস নিষিদ্ধ ঔষধ ও ৯ প্যাকেট বিড়ি।
ধ্বংস করন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি রিজিয়ন সদর দপ্তর রংপুরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান এসজিপি। এতে স্বাগত বক্তব্য দেন বিজিবি সেক্টর সদর দপ্তর ঠাকুরগাঁওয়ের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী পিএসসি, জি।
এছাড়া নীলফামারীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহসিন উপস্থিত ছিলেন।
নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক (৫৬ বিজিবি) লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসসি জানান, পঞ্চগড় ব্যাটালিয়নের ২০২২ সালের ১জুলাই হতে ২০২৫সালের ৩১ জানুয়ারির অভিযানেকালে এবং নীলফামারী ব্যাটালিয়নের ২০১৫ সালের ১৫অক্টোবর হতে ২০২৫ সালের ৩১ জানুয়ারির অভিযান কালে এসব মাদক উদ্ধার করা হয়। অনুষ্ঠানে গাঁজা ভষ্মিভুত ও ফেনসিডিল, মদ, কোকেন রোলার মেশিন দিয়ে ধ্বংস করা হয়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      