• ঢাকা মঙ্গলবার
    ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ফরিদপুরে দেড় শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৯:২৪ এএম

ফরিদপুরে দেড় শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জনতা ব্যাংকের মোড় থেকে হাজী শরিয়তুল্লাহ বাজার পর্যন্ত সড়ক ও বেইলি ব্রীজের উপরে গড়ে  ওঠা দেড় শতাধিক অবৈধ অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল  থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি।

জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্ব দানকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি জানান, ব্যস্ততম সড়কটি অবৈধভাবে দখল করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলো, এতে নিউ মার্কেসহ আশেপাশের বিপনী বিতান এবং হাজী শরিয়াতুল্লাহ বাজারে আসা ক্রেতারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে প্রতিনিয়ত। তিনি  আরো জানান, প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, এরপর থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ