• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:৩৮ পিএম

ইমাম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ

নীলফামারী প্রতিনিধি

গাজীপুরে বিশিষ্ট আলেম ও মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনের হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে সুন্নী জনতা। সোমবার (৫ মে) সকাল ১১ টা ১টা পর্যন্ত শহরের ওয়াপদা মোড়ে বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ওই মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। মাওলানা রইস উদ্দিন আহলে সুন্নাত ওয়াল জামায়াত পন্থি একজন সুফী ঘরানার বিশিষ্ট আলেম, গাজীপুরের হায়দ্রাবাদ এলাকার একটি মসজিদের ইমাম ও খতিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি ছিলেন। মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে দেশব্যাপি চলমান আন্দোলনের অংশ হিসাবে নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ব্যানারে বিক্ষোভ, মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল ও অবরোধে নানান রকম স্লোগান ও সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাঁদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশ ও অবরোধে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলহাজ্ব মোহাম্মদ আজহার সুলতান রেজবী, সৈয়দ মমতাজ রসুল, রিজওয়ান কাদেরী, নাদিম আশরাফি, মাওলানা শাহজাদা আশরাফীসহ তরিকত পন্থি জনতা উপস্থিত ছিলেন।

অবরোধ ও সমাবেশ থেকে বক্তারা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখন সবার কাছে স্পষ্ট হলেও কেন তাঁদের আইনের আওতায় আনা হচ্ছে না তা প্রশ্ন রাখেন বক্তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ