• ঢাকা মঙ্গলবার
    ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৮:৫৪ পিএম

লালমনিরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের বড়বাড়ি বাজার থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদল।

সোমবার (৫ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী।

এর আগে রোববার রাতে সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বড়বাড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি ঐ ইউনিয়নের মোস্তফী বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান রোকন রোববার রাতে বড়বাড়ি বাজার থেকে নিজবাড়ি মোস্তফী বাজার ফিরছিলেন। এ সময় বড়বাড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেয়ে আটক করে। আওয়ামীলীগ ক্ষমতায় থাকা আমলে আটক রোকনুজ্জামান অনেক নিরীহ সাধারন মানুষকে অত্যাচার ও হয়রানী করেছিল এমন অভিযোগে তাকে আটক করে সদর থানা পুলিশে সোপর্দ করে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর উপজেলার মহেন্দ্রনগর বিএনপি‍‍`র কার্যালয় ভাংচুর মামলার অজ্ঞাত অভিযুক্ত ছাত্রলীগ নেতা রোকনুজ্জামানকে ছাত্রদলের লোকজন আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

আর্কাইভ