
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৮:৪৮ পিএম
গাইবান্ধায় পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র মো. লিমন (১১) নিখোঁজ হওয়ার ২০ দিন পার হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে পরিবার। ছেলেকে হারিয়ে মানসিক ভারসাম্য হারাতে বসেছেন তার মা।
লিমন গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর গ্রামের সোহেল রানা বাবু ও লিলি বেগমের একমাত্র সন্তান। সে দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, ১৭ এপ্রিল বিকেলে লিমন বাড়ি থেকে দারিয়াপুর বাজারে যায়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে এমনকি আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করে কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় ২৪ এপ্রিল গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ লিমনের গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও মাঝারি দৈর্ঘ্যের, উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি এবং স্বাস্থ্য মাঝারি। নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট ও শার্ট।
লিমনের চাচা মো. সুমন বলেন, ‘১৭ এপ্রিল বিকেলে লিমন বাজারে যাওয়ার পর থেকেই নিখোঁজ। বিভিন্ন জায়গায় খোঁজ করেও কোনো খোঁজ মেলেনি। ২০ দিন হয়ে গেলেও তার কোনো তথ্য পাওয়া যায়নি।’
গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ কুমার বর্মণ বলেন, ‘ঘটনার পর লিমনের বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিশুটিকে খুঁজে বের করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’