 
              প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:১৭ পিএম
 
                 
                            
              আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেছেন, `৫ই আগস্টেই মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। তাদের উচিত নিজেদের আয়নায় দেখা।`
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, `দেশকে ভালোবাসতে হবে, বুকে ধারণ করতে হবে। মানুষের আচরণ না বদলালে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। ৫ আগস্ট সেই পরিবর্তনের একটি বড় সুযোগ এনে দিয়েছে।`
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, `জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা উচিত। ৫ আগস্টের ঐক্য ধরে রেখে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সময় এখনই।`
তিনি আরও বলেন, `মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমার বাংলাদেশ পার্টি নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, গণমানুষের পক্ষে কথা বলা এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য। আমরা অতীতমুখী নই। ফ্যাসিস্ট হাসিনার শাসনব্যবস্থার পতনের পর যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে– তা যদি কাজে লাগাতে না পারি, তাহলে জাতিকে বড় মাশুল দিতে হবে। যারা আবার ক্ষমতায় ফিরে আসতে চায়, তারা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য হুমকি। তাই এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার।`
সংবাদ সম্মেলনে জেলা আহ্বায়ক মো. খায়রুল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা মিয়া প্রমুখ।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      