• ঢাকা শুক্রবার
    ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ জন

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১০:১১ পিএম

ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩ জন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার পশ্চিম কামালেরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্থানীয় একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিলন মিয়া তার ঘরের টিনের চাল পরিষ্কার করতে গেলে বিদ্যুতের লিকেজ হয়ে থাকা সংযোগ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার চাচা ইয়াকুব আলী এবং প্রতিবেশী মোশারফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা মেইন সুইচ বন্ধ করে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজনই মারা যান।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোশারফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ