• ঢাকা বৃহস্পতিবার
    ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সীমান্ত থেকে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো লালমনিরহাট বিজিবি

প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৬:৫৬ পিএম

সীমান্ত থেকে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো লালমনিরহাট বিজিবি

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট ৫টি উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত অবৈধ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৩ কোটি  টাকা।

বুধবার (২১মে ) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

মাদকগুলোর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, মদ, বিয়ার, হেরোইন, গাঁজা ও  কডিসেপ সিরাপ,টেপেন্টাডল ট্যাবলেট। এর মধ্যে রয়েছে ১ হাজার ৫৬ বোতল দেশি বিদেশি মদ বিয়ার ৮৭ বোতল, কডিসেপ সিরাপ ৪ বোতল, ইস্কাপ সিরাফ ১৩ হাজার ৮০৮ বোতল, ২৮হাজার ৯২৮ বোতল ফেনসিডিল, ৯৬৪কেজি ১১৩গ্রাম গাঁজা, ৩৩কেজি হেরোইন, ১২ হাজার ৯৪পিস ইয়াবা, ২১ হাজার ৪১৮ পিস টেপেন্টাডল ট্যাবলেট,  এসবের বাজার মূল্য প্রায় ৩ কোটি  টাকা।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিগ্রেডিয়ার জেনারেল  এস এম জাহিদুর রহমান এসজিপি রিজিয়ন কমান্ডার রংপুর বিশেষ অতিথি হিসাবে সাব্বির আহমেদ সেক্টর কমান্ডার রংপুর, লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) অধিনায়কল লে, কর্নেল মো. মেহেদী ইমাম (পিএসসি) এছাড়া উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবি  মাদকদ্রব্য সহকারী পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ