 
              প্রকাশিত: জুন ২৫, ২০২৫, ১১:৩২ পিএম
 
                 
                            
              গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতভিটা দখল ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আব্দুস ছালাম (৬০) নামের এক কৃষক।
বুধবার (২৫ জুন) বিকেলে সুন্দরগঞ্জ পৌরশহরের একটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কৃষক আব্দুস ছালাম উপজেলার উত্তর রাজিবপুর গ্রামের মৃত নাদু শেখের ছেলে।
লিখিত বক্তব্যে আব্দুস ছালাম জানান, একই গ্রামের জ্যাবিজল হক, দছিজল হক, সিরাজল হক ও ময়নুল হক দীর্ঘদিন ধরে তার বসতভিটার জমি জবরদখলের পাঁয়তারা করে আসছেন। তারা প্রায়ই তাকে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
তিনি অভিযোগ করেন, গত ২২ জুন সকাল ১০টার দিকে অভিযুক্তরা ১০-১৫ জন অজ্ঞাত সহযোগীসহ লাঠিসোটা নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা টিনের ছাপরা ঘর ও রান্নাঘর ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় তিনি ও তার স্ত্রী রোসনা বেগম বাধা দিলে অভিযুক্তরা তাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্ষা করেন।
আব্দুস ছালাম বলেন, অভিযুক্তরা যে কোনো সময় আবারো ঘর তুলে বসতভিটা দখল করতে পারে। এতে বড় ধরনের দাঙ্গা-হাঙ্গামা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী রোসনা বেগম, মেয়ে সাবানা বেগম, বোন রোসনা বেগম, প্রতিবেশী নয়ন মিয়া ও মুরাদ হাসান প্রমুখ।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      