 
              প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ১১:৩৭ পিএম
 
                 
                            
              আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।
শনিবার (২৮ জুন) দিনভর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা, তৈয়বের মোড়, হাসানগঞ্জ বাজার ও বামনডাঙ্গা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন তিনি।

আরেফিন আজিজ সরদার সিন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত মো. আজিজার রহমান সরদারের ছেলে।
গণসংযোগের সময় বাজারের ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, যুবক ও প্রবীণরা তার সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে সর্বাত্মক প্রচারণার প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগ চলাকালে মো. আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন, ‘সুন্দরগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এই জনপদের মানুষ বহুদিন ধরে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণমুখী নেতৃত্বের অপেক্ষায় আছেন। আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা ও আস্থাই একজন রাজনীতিবীদের প্রকৃত শক্তি। আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই, তাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই।’
তিনি বলেন, ‘রাজনীতি আমার কাছে স্রেফ ক্ষমতা নয়, এটি একটি মহান দায়িত্ব। আমি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করি। দীর্ঘদিন ধরে মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়ে জনমানুষের চাহিদা পূরণ করাই হবে আমার মূল অঙ্গীকার। সুন্দরগঞ্জের উন্নয়ন শুধু অবকাঠামোতে নয়—মানসিক, সামাজিক ও রাজনৈতিকভাবে মানুষকে সচেতন ও সক্ষম করে গড়ে তোলাটাই বড় চ্যালেঞ্জ। আমি সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাই।’

দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শুধু একটি দল নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাহসিকতা এবং জননেতা তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব আজ আমাদের প্রেরণা। ধানের শীষ প্রতীক দেশের মানুষের অধিকার, আশা এবং পরিবর্তনের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে আমি মাঠে নেমেছি।’
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিএনপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তবুও আমি তার পক্ষেই কাজ করব ইনশাআল্লাহ। কারণ আমার কাছে ব্যক্তি নয়, দলের সিদ্ধান্তই মুখ্য। রাজনীতি আমি করি দায়িত্ববোধ থেকে, ক্ষমতার লোভে নয়। জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      