 
              প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১১:৩৩ এএম
 
                 
                            
              মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার বাসিন্দাদের।
এই দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। সবশেষ পাওয়া খবরে জানা গেছে— মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২১টি স্থান ভেঙে এ পর্যন্ত ৪ উপজেলার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে।
বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছেন অনেকে। খোলা হয়েছে ১৬১টি আশ্রয় কেন্দ্র। শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে স্থানীয় প্রশাসন।
পানি ওঠায় এখনও বন্ধ ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। ফুলগাজী ও পরশুরামের অনেক এলাকা গত দু’দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি গতকাল সন্ধ্যা থেকে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      