
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৮:০৭ পিএম
বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন পেয়েছে। এতে মো. রাশিদুল ইসলাম রাশেদকে সভাপতি, মো. শহিদুল ইসলাম শহীদকে সাধারণ সম্পাদক এবং মো. আসাদুজ্জামান আসাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আল ইমরান স্বাক্ষরিত এক পত্রে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. মোরসেদুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান ফুয়াদ, মো. ফিরোজ কবির, মো. ফরিদ ও আমিনুল ইসলাম। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন গোলাম মোস্তফা। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. শাহাদাত হোসেন, জিল্লুর রহমান জীবন ও হারুনুর রশিদ। কমিটিতে আরও রয়েছেন শ্রমিক অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার প্রতিনিধি।
নবনির্বাচিত নেতারা জানান, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করবে।
নব গঠিত কমিটির সভাপতি রাশিদুল ইসলাম রাশেদ বলেন, `গাইবান্ধা জেলার শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে সংগঠন দৃঢ় অবস্থান গ্রহণ করবে।`
তিনি আরও বলেন, `আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলা এবং তাদের অবিচারের বিরুদ্ধে আইনি ও সামাজিক আন্দোলন চালিয়ে যাবো। শ্রমিকের ঐক্যই শক্তি, আর সেই শক্তির মাধ্যমে আমরা সবাই মিলে সুন্দর ও মর্যাদাসম্পন্ন জীবন গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো।`