• ঢাকা সোমবার
    ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

পিতা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সন্তানের

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:৫০ পিএম

পিতা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সন্তানের

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পিতাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আলামিন মিয়া নামের এক যুবক।

রোববার (১০ আগস্ট) দুপুরে সুন্দরগঞ্জ পৌর শহরের সুনামি মার্কেটে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। আলামিন উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামের মৃত আশেক আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মায়ের মৃত্যুর পর তার বাবা আশেক আলী দ্বিতীয় বিয়ে করেন। ওই বিয়েতে ছাড়াছাড়ি হলে ২০২৪ সালে দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে মোছাঃ আল্পনা আক্তারকে বিয়ে করেন। প্রথম দিকে সংসার ভালো চললেও আল্পনা আক্তার পরে অন্য পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি মেনে না নেওয়ায় দাম্পত্য কলহ শুরু হয়।

আলামিনের দাবি, আল্পনার বাবা-মা ও আত্মীয় ছাদেক আলী বিভিন্ন সময় কুপরামর্শ দিয়ে তাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে এবং একদিন আল্পনাকে ফুসলিয়ে নিয়ে যায়। সঙ্গে তার বাবার এক লাখ টাকা নিয়ে যায়। পরে স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে আশেক আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় আশেক আলী এ বছরের ১০ ফেব্রুয়ারি গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-১ এ কাবিননামা মূলে স্ত্রী উদ্ধারের আবেদন করেন। মামলার আসামি ছিলেন আল্পনার বাবা-মা ও আত্মীয় ছাদেক আলী। কিন্তু তারা মামলা প্রত্যাহারের জন্য নানা প্রলোভন দিয়ে ব্যর্থ হয়ে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ আলামিনের।

তার ভাষ্য, পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জুলাই রাতে আল্পনা বাবার বাড়িতে আশেক আলীকে ডেকে নিয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজনের সহায়তায় বিষ পান করিয়ে হত্যা করে। পরে মরদেহ বাড়ির গেটের সামনে ফেলে রাখা হয়। পরদিন ১ আগস্ট পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে এবং আল্পনাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। তবে অন্যান্য জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করে আলামিন দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ