
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৯:২৮ পিএম
পঞ্চগড়ের পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়ারীকে আটক করা হয়েছে। এসময় দুই লক্ষাধিক টাকা সহ ১৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রবিবার রাতে পৌরসভার ডোকরো পাড়া এলাকায় অভিযানের নেতৃত্বে দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
পরে আটক জুয়ারিদের সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করে সেনাবাহিনী। আটকৃতাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে আসামিদের আদালতে তোলার কথা রয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, পঞ্চগড় পৌরসভার ডোকরো পাড়া এলাকায় বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় জুয়ার ব্যবসা চলছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় দুই লক্ষ ১৩ হাজার ৭৯০ টাকা, নয়টি বাটন ফোন ও চারটি স্মার্ট ফোন জব্দ করা হয়।
মামুন নিজেকে বিএনপি নেতা দাবি করে জুয়ার আসর প্রতিদিন বাসায় চালাতেন বলে জানা গেছে।
অভিযানে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযানে আটক ১২ জুয়ারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।