• ঢাকা মঙ্গলবার
    ২১ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

সুন্দরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৬:৫৫ পিএম

সুন্দরগঞ্জে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, ঝাড়ু মিছিল ও কুশপুত্তলিকা দাহ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।

বিকেলে ডি ডব্লিউ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত নেতাকর্মী অংশ নেন। তারা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকসহ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে শ্লোগান দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা অভিযোগ করেন, ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম করে বিএনপির গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়েছে। দলীয় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অযোগ্য, এমনকি অন্য দলের লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মালেক, কঞ্চিবাড়ি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজমুল হুদা, বিএনপি নেতা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল এবং নাহমুদুল হক রাসেল।

তারা জেলা সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, উপজেলা আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকসহ সংশ্লিষ্টদের অপসারণ ও অনিয়মিত কমিটি বাতিলের দাবি জানান। 

এদিকে, কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে সদস্য সংগ্রহের কার্যক্রম চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ